১) দরবেশ শেখ সাহাবুদ্দিন (রঃ)বৃটিশ আমলে ধর্ম প্রচারের উদ্যেশ্যে মধ্য আরবের ইরাক থেকে আসেন। তার পরিবার সাতুরিয়া মিঞা বাড়ী ও শুক্তাগড় মিঞা বাড়ী । সাতুরিয়া মিঞা পরিবারেই জন্ম বাংলার বাঘ শেরে বাংলা এ কে এম ফজলুল হক সাহেব । তিনি মৃত্যু কালে তার ২ সন্তান নিয়ে শুক্তাগড় মিঞা পরিবার তৈরি করে এখানেই থেকে যান এবং তার মৃত্যু এখানেই হয় । তার মাজার যিয়ারত করতে আসেন অনেক দূর থেকে অনেক লোকজন ।
২) কবি জীবনান্দ দাসের পিতৃক বসত বাড়ী শুক্তাগড় ইউনিয়নে বামনখান গ্রামে ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস