স্থাপিতঃ ১৮৮০ ইং সাল। সরকারী ঘোষনা প্রকাশ স্থাপিতঃ ১৮৮৫ ইং সাল নিন্মরুপঃ
১। ইউনিয়ন কমিটি- ১৮৮৫ইং সাল হতে ১৯১৯ ইং সাল পর্যন্ত।
২। ইউনিয়ন বোর্ড- ১৯১৯ ইং সাল হতে ১৯৬০ ইং সাল পর্যন্ত।
৩। ইউনিয়ন কাউন্সিল-১৯৬০ ইং সাল হতে ১৯৭১ ইং সাল পর্যন্ত।
৪। ইউনিয়ন পরিষদ- ১৯৭৩ইং সাল হতে পদ্বতি চলমান রয়েছে।
২নং শুক্তাগড় ইউনিয়ন পরিষদ কার্যালয় এর নিকট বর্তী তৈরি হচ্ছে আলম ফাউন্ডেশন একটি উন্নতমানের ২৫০ শয্যা বিশিষ্ট্র হাসপাতাল যাহার প্রতিষ্ঠাতা জনাব ডাঃ শাহ আলম । পরিষদ সংলগ্ন রয়েছে একটি জামে মসজিদ যাহার প্রতিষ্ঠাতাঃ জনাব মেজর (অবঃ) শাহজাহান ওমর (বীরউত্তম) যিনি বাংলাদেশ স্বাধিনতা যুদ্ধের সময় ৯নং সেক্টরের দ্বায়িত্ব পালন করে বীর উত্তমে ভুষিত হয়েছেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস