ইংরেজী সন ২০১৩, এসময় যোগদান করি ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রেঃ আর তখনি যেতে হয় প্রতিটি গ্রামের দৃশ্য দেখতে ও জানতে, আহ কি ধারুন মজা আমার দেশ ও আমার গ্রাম, এ গ্রামের অনেক জায়গাই দেখতে পেলাম আমড়া চাষের খেত , আর তখন জানতে চেষ্টা করিলাম চাষিদের কাছ থেকে, তারা বললেন, আমাদের গ্রামের আমড়া সমগ্র বাংলাদেশের লোক খেতে পারেন। এখান হতে আমড়া পাইকারী ধরে ক্রয় করে রাজধানী সহ বিভিন্ন জেলায় নিয়ে যায়। কামরাঙ্গা আর এক ফল, অনেকের বাড়ীতেই এর গাছ সহ অনেক ফল দেখেতে পাওয়া যায় । আম চাষ । আগে শুনিছি যশোর নাকি আমের জন্য বিখ্যাত, কিন্তু এখন দেখতে পাওয়া ২নং শুক্তাগড় ইউনিয়নের প্রতিটি গ্রামেই ফজলি আমের চাষ সহ নানান আম গাছ ও আমের বাম্পার ফলন ফলছে। এখান থেকে আম দেশের বিভিন্ন অঞ্চলে যায় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস