২নং শুক্তাগর ইউনিয়নে বর্তমানে শুক্তাগড়, কাঠীপাড়া, নারিকেলবাড়ীয়া গ্রামে অনেক জায়গায়ই রয়েছে পেপে চাষ। এখানকার চাষীরা পেপে চাষ করে লাভবান হয়েছে, সুকনো মৌসমে মাঠের ভিতর দেখা যায় জমির কিনারে তালগাছ, কি সুন্দর লাগছে গাছটি দেখে, কাছে গিয়া দেখী তালগাছে বাবুই পাখির বাসা, বাসায় অনেক ছানা ও দেখতে পাওয়া যায় । তখন ইউনিয়ন তথ্যসেবা কেন্দ্রের উদ্যোক্তা ছবি তুলেছেন । কতনা সুন্দর লাগছে আমার এই জন্মভুমি । মাঠে দেখা যায় শরিষা খেত, সরিষার ফুল ফুটছে, খুব সুন্দর লাগে দেখতে, শুক্তাগড় গ্রামে অনেক জমিতেই শরিষার চাষ করে থাকেন।মাঠ থেকে উঠতেই দেখতে পাওয়া গেলো একটী তেতুল গাছে বড় একটি মৌচাকের বাসা, আর সে বাসা থেকে আগুন ধরিয়ে এক শ্রমিক মৌ নিতে আসেন, তখন তার ছবি তুলে এখানে সংযুক্ত করি । আর তখন মনের আনন্দে একটি গজলের সুরে বলতে থাকি "এই সুন্দর ফল, সুন্দর ফু্ল, মিঠা নদীর পানি খোদা তোমার মেহেরবানী"
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস