শুক্তাগড় ইউনিয়নে মোট মসজিদের সংখ্যা -৭৬ টি। যথাক্রমে-
৮নং শুক্তাগড় ওয়ার্ডের শুক্তাগড় গ্রামের মসজিদের তালিকাঃ
১।শুক্তাগড় মিঞা বাড়ী বায়তুল আমান জামে মসজিদ ও কোরান শিক্ষা পাঠাগার।
২। দরবেশ শেখ সাহাবুদ্দিন মিঞার মাজার জামে মসজিদ।
৩।মোল্লা বাড়ীর জামে মসজিদ।
৪।ফকির বাড়ীর জামে মসজিদ।
৫। আটঘর কাজী বাড়ীর জামে মসজিদ।
৬। সিকদার বাড়ীর পাঞ্জেগানা মসজিদ।
৭। আঃ হাই মাওলানার বাড়ী জামে মসজিদ।
৮। মোল্লার হাট জামে মসজিদ।
৯। নুর হোসেন চেয়ারম্যান বাড়ীর জামে মসজিদ।
১০। চর শুক্তাগড় জামে মসজিদ।
===============================================================================
১।একেশারা খান বাড়ী জামে মসজিদ
২।বামনকাঠী ফরাজী বাড়ী জামে মসজিদ
চর সাংগর মসজিদঃ
১। মোঃ নছিম আকনের বাড়ীর জামে মসজিদ।
===============================================================================
গোপালপুরের মসজিদ তালিকাঃ
১।লেঃ কর্নেল মরহুম দেলোয়ার হোসেন ( বীর প্রতিক) বাড়ীর জামে মসজিদ।
২। মন্নান মৃধার বাড়ীর জামে মসজিদ।
৩। মরহুম হানিফ মৃধার বাড়ী জামে মসজিদ।
৪। মুক্তিযোদ্দ্বা আবু সাঈদ এর বাড়ীর মসজিদ।
৫। আলতাফ মিঞার বাড়ীর মসজিদ।
জগন্নাথপুর মসজিদের তালিকাঃ
১। মো জনাব রফিকুল আলম এর বাড়ীর জামে মসজিদ।
২। অহেদ মিয়ার বাড়ীর মসজিদ।
জগাইরাট মসজিদের তালিকাঃ
১।জগাইরআট বাজার জামে মসজিদ।
২।পশ্চিম জগাইর আট আল মদিনা জামে মসজিদ।
৩। পশ্চিম জগাইরআট খন্দকার বাড়ির জামে মসজিদ।
৪। চকিদার বাড়ীর জামে মসজিদ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস